ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

প্রকাশিত হলো রক সিরিজের ৩ অ্যালবাম

আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২২, ২১ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রকাশিত হলো রক সিরিজের ৩ অ্যালবাম

প্রকাশনা উৎসবের দৃশ্য

বিনোদন প্রতিবেদক : জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হলো ৩৪টি ব্যান্ডদলের ৩৪টি গান নিয়ে রক সিরিজের ৩টি অ্যালবাম। রক ৮০৮, রক ৯০৯ এবং রক এক্স জিরো এক্স শিরোনামে এই অ্যালবাম তিনটি ব্যান্ড ব্ল্যাক, এক্স ফ্যাক্টর, আরবোভাইরাস, মেকানিক্স, ইনডালো, মিনারভা, কার্ণিভাল ছাড়াও অনেক পুরনো ও নতুন ব্যান্ডের গান নিয়ে সাজানো হয়েছে এ অ্যালবামগুলো।
 
১৮ এপ্রিল, বিকালে ধানমন্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে এ উপলক্ষে উপস্থিত ছিলেন এখনই ডটকমের কর্ণধার ও বেসিসের প্রেসিডেন্ট শামীম আহসান, এলিমেন্ট ফাইভের চেয়ারম্যান তানজিম হক এবং এলিমেন্ট ফাইভের পরিচালক তারেক রাফি ভুইয়া। এ ছাড়াও উপস্থিত ছিলেন সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ, সংগীতশিল্পী তপু, রাফা, ব্ল্যাক ব্যান্ডের টনিসহ অনেকে।

প্রকাশনা উৎসবের পাশাপাশি বিকাল ৩টায় অনুষ্ঠিত হয় লাইভ পারফর্মেন্স। এতে অংশ নেয় আরবোভাইরাস, মেকানিক্স, অ্যাভোয়েড রাফা, কার্ণিভাল, স্রাপ্নেল মেথড, মিনারভা, জার্গ, কনক্লুশন, কানেকটেড, সার্কেল, ইকোস ও সোশ্যাল সার্কাস।

 


রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৫/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়